প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২২ , ১২:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে ভারতের মুখোমুখি পাকিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানো ভারত এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৮১ রান। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের নাটকিয়তায় ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করতে দলটি। ৫ উইকেটের জয় পেয়েছে বাবর আজমের দল।ব্যাট হাতে অর্ধশতক হাঁকালেন মোহাম্মদ রিজওয়ান। ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করেন এ পাকিস্তানি ওপেনার। শেষ পর্যন্ত ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন পাকিস্তানি ওপেনার। আর শেষ দিকে ৮ বরে ১৬ রান করেন আসিফ আলী। ১ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড পাকিস্তানের। ১৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১০৭/২-এ।
আবারো অল্পতে বিদায় বাবরের
ব্যাট হাতে আবারো ব্যর্থ বাবর আজম। চলতি এশিয়া কাপে টানা তৃতীয় ম্যাচে অল্পতে বিদায় নিলেন পাকিস্তানি অধিনায়ক। রোববার ভারতের বিপক্ষে ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই ভাঙে পাকিস্তানের ওপেনিং জুটি। ১০ বলে ১৪ রান করে উইকেট খোয়ান বাবর।
দলীয় ২২ রানে প্রথম উইকেট খোয়ায় পাকিস্তান।
ভারতের নবাগত লেগস্পিনার রবি বিষ্ণুইয়ের ডেলিভারিতে মিড উইকেটে খেলতে গিয়ে সময়ের হেরফেরে প্রতিপক্ষ অধিনায়ক রোহিত শর্মার হাতে ক্যাচ দেন বাবর। এবারের এশিয়া কাপে তিন ম্যাচে বাবরের সংগ্রহ ১০, ৯ ও ১৪।