• Top News

    সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ কৃষকের মৃত্যু

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২২ , ৬:০২:২৯ প্রিন্ট সংস্করণ

    প্রতীকী ছবি

    (দিনাজপুর২৪.কম) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের পাঁচজনসহ সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।  তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    পঞ্চক্রোশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বিকেলে জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই একই পরিবারের পাঁচজনসহ সাত শ্রমিক মারা যান। আহত হন আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
    উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে জমিতে চারা রোপণের কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাত কৃষি শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হবে।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content