প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ১:১৬:০১ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ১৮২৩ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, তিন কেজি সাত শ’ গ্রাম গাঁজা এবং দুই শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিএমপি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ