• Top News

    বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ ৩ জনের প্রাণ গেল

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ১২:৩৬:২১ প্রিন্ট সংস্করণ

    দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিন জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

    আজ রোববার সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাত দিনের নবজাতক।

    স্থানীয় বাসিন্দারা জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমের কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে একই পরিবারের সাত জন আহত হন।পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    পুলিশ জানিয়েছে, ভোরে নীলফামারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ যাচ্ছিলেন হতাহতরা।সলেয়াশা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়।এতে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের সাত জন আহত হন।তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়।

    তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content