প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ২:০১:১৫ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকবার্তায় স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে ব্রিটিশ হাইকমিশনে শোকবার্তায় স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শোক জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে বার্তা পাঠান প্রধানমন্ত্রী।