• Top News

    একনেকে ৮৭৩৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ২:৪৯:৩৬ প্রিন্ট সংস্করণ

    একনেকে ৮৭৩৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন।

    (দিনাজপুর২৪.কম) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আট হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্প অনুমোদন করেছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

    শেরে বাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত হন একনেক চেয়ারপারসন।

    বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।
    মন্ত্রী বলেন, আট হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্পের মধ্যে সরকারের অর্থায়নে ৫ হাজার ৯২৯ কোটি ৩ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। -নিউজ ডেস্ক
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content