প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৫:৩২:০৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে জালাল উদ্দিন নামে এক জেলের বড়শিতে ৯২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। পরে সেটি এক লাখ ১০ হাজার টাকায় স্থানীয় এক ব্যক্তি কিনে নেন।
বুধবার সকালে ডিমলা উপজেলার পাগলপাড়া গোরিং এলাকায় তিস্তা নদীতে বিরাট এই বাঘাইর মাছটি ধরা পরে। মাছটি দেখতে মুর্হুতের মধ্যে উৎসুক লোকজনের ভিড় জমে যায়।
জানা গেছে, বুধবার সকালে জালাল উদ্দিনসহ কয়েকজন জেলে টানা বড়শি নিয়ে তিস্তা নদীতে মাছ ধরতে যান। প্রায় এক ঘণ্টা নদীতে বড়শি টানার পর একটি বিরাট বাঘাইর মাছ আটকা পড়ে। মাছটি নিজে একা টেনে তুলতে না পেরে কয়েকজনের সহযোগিতায় টেনে মাটিতে তোলা হয়। পরে মাছটি বাজারে নিয়ে গেলে অসংখ্য মানুষ মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন। এ সময় অনেকেই মাছটির পাশে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।
আব্দুস সবুর নামে স্থানীয় এক ব্যক্তি জানান, তিস্তা নদীতে বড় বড় মাছ পাওয়া গেলেও এবারই প্রথম বড়শিতে এরকম বড় মাছ ধরা পড়ল। -নিউজ ডেস্ক