প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ২:০৭:০৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল গাঁটছড়ায় বাঁধা পড়েন এই দম্পতি। সেই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে সংবাদমাধ্যম ঘিরে ছিল নানা জল্পনা-কল্পনা। সে সময় শোনা গিয়েছিল, অভিষেকের সঙ্গে বিয়ের আগে বারাণসীতে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার। বিয়ের এক বছরের মাথায় নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের এক বছর পর ২০০৮ সালে একটি সাক্ষাৎকারে এই গুজব নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া। তিনি জানিয়েছিলেন, বিদেশে গিয়েও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে।
সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, এ রকম গুজব যে রটতে পারে, তার কি কোনো ধারণাই ছিল না? জবাবে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘কিছুটা প্রত্যাশিত ছিল। কিন্তু তা বলে এতটা নয়’।
গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের অভিযোগ উড়িয়ে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, এসব কুসংস্কারে তার পরিবার বিশ্বাস করে না। এমনকি ঐশ্বরিয়ার জন্মকুণ্ডলিও তাদের পক্ষ থেকে চাওয়া হয়নি।
‘যে গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়েছিল, সেটা কোথায়? দয়া করে আমাকে দেখাবেন। ঐশ্বরিয়ার সঙ্গে একমাত্র আমার ছেলেরই বিয়ে হয়েছিল। আর অভিষেক নিশ্চয়ই গাছ নয়,’ বলেন অমিতাভ। -নিউজ ডেস্ক