প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪৬:৫০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চীনে আজ রোববার বাস উল্টে অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি বছরে চীনে এখন পর্যন্ত এটি সবচেয়ে প্রাণঘাতী বাস দুর্ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, গুইঝই প্রদেশের এক হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তার এক পাশে বাসটি উল্টে যায়। বাসটিতে চালকসহ মোট ৪৭ জন যাত্রী ছিলেন।
গুইঝই প্রদেশের কুইনান অঞ্চলে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে বলে রিপোর্টে বলা হয়েছে। এটি গুইঝইয়ের প্রত্যন্ত এবং দরিদ্র অঞ্চল। -নিউজ ডেস্ক