প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ১২:৪৪:৩৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সাফের ট্রফি নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাঁদেরকে বরণ করতে ছিল ব্যাপক আয়োজন। তবে এই আনন্দের মাঝেও ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিমানবন্দর থেকে শোভাযাত্রায় এ ঘটনা ঘটে।
একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা জানান, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’
আরো কয়েকজন নারী ফুটবলার তাদের ব্যাগ থেকে কিছু নেপালি মুদ্রা হারিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবে। অনলাইন ডেস্ক