• শিক্ষাঙ্গন

    চার বিষয়ে স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪৭:২৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া গণিত (আবশ্যিক), রসায়ন, পদার্থবিজ্ঞান ও কৃষি পরীক্ষার জন্য আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    এর মধ্যে অক্টোবরের ১০ তারিখে গণিত (আবশ্যিক), অক্টোবরের ১১ তারিখে কৃষি শিক্ষা (তত্ত্বীয়) (১৩৪), অক্টোবরের ১২ তারিখ পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৬) এবং অক্টোবরের ১৩ তারিখ রসায়ন (তত্ত্বীয়) (১৩৭) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

    এ ছাড়াও ব্যবহারীক পরীক্ষা অক্টোবরের ১০ তারিখের পরিবর্তে অক্টোবরের ১৫ তারিখ থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার তারিখের রুটিন প্রকাশ করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content