প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ৪:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এখনো ১৫ জনের বেশি নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
ঘটনাস্থলে ১৬ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয়রা জানান, মহালয়ার অনুষ্ঠানের যাত্রী ছিলেন সবাই। তারা আওলিয়া ঘাট থেকে করতোয়া নদী পার হচ্ছিলেন। নৌকায় নারী ও শিশুর সংখ্যা বেশি থাকায় মৃত্যু বেশি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাতজনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইন ডেস্ক