প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৩:১১:৩৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) উড়ছেন সাকিব আল হাসান। আগের ম্যাচের মতো এবারও ব্যাটে-বলে দুর্দান্ত খেলে দলকে জেতালেন বিশ্বসেরা অলরাউন্ডার। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা বার্বাডোজ ১৭.৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায়। জবাবে ইনিংসের ৩৩ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা।
বার্বাডোজ বোলার ম্যাককয় ২টি উইকেট পান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা বার্বাডোজের হয়ে কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩৯ বলে ৪২ রান করেন জেসন হোল্ডার। আজম খানের ব্যাট থেকে আসে ২০ রান।
গায়ানা বোলার রোমারিও শেফার্ড ৩টি উইকেট পান। দুটি করে উইকেট দখল করেন কিমো পল ওডেন স্মিথ। সাকিব ২.৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।
ব্যাট-বলে দারুণ করে এ ম্যাচেও ম্যাচসেরা হন সাকিব। -নিউজ ডেস্ক