প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৭:১০:৩১ প্রিন্ট সংস্করণ
মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর কুমারপুর ঘাটে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে দুটি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে বিজয়ী দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার চকবালা সোনার বাংলা দলকে ১০ হাজার টাকা ও স্বাগতিক কুমারপুর পঙ্খি রাজ দলকে ৫ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়। খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।