• Top News

    ৭নং উথরাইলে উপকারভোগী ভিজিএফের কার্ড বাবদ নেয়া হলো জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা!

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ২:১৮:১৮ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে উপকারভোগী ভিজিএফের কার্ডধারীদের কাছ থেকে নেয়া হয়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত মর্মে অভিযোগ উঠেছে। দিনাজপুর সদর উপজেলার ৭নং উধরাইল চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের নির্দেশেই নাকি স্থানীয় মেম্বার এবং তাঁর লোকজনেরা এই টাকা নিয়েছেন মর্মে অভিযোগ উঠেছে।
    ঘটনার বিবরণে জানা যায়, উপকারভোগীরা ভিজিএফের কার্ড নেওয়ায় ৫০ টাকা করে দিতে হচ্ছে জনপ্রতিনিধিদের এ নিয়ে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয় ব্যাপক। ঘটনাটি দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নে অতিরিক্ত ৫০ টাকা করে ভিজিএফ এর কার্ড বাণিজ্যের অভিযোগ করেন সুবিধাভোগীরা এই ৫০ টাকা কেনো দিতে হবে জানতে চাইলে জনপ্রতিনিধিরা বলেন, খাদ্য ফুড অফিসের টাকা দিতে হয় নানান অজুহাতে ৫০টাকা করে উপকারভোগীদের কাছ থেকে নিচ্ছে জনপ্রতিনিধিরা এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের চাঞ্চল্য সৃষ্টি হয়, সরেজমিনে এসে দেখা যায় উপকারভোগীদের পুরাতন তালিকা থেকে অনেকে নাম না থাকায় ইউনিয়ন পরিষদে ক্ষুব্ধ হয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ বিষয়ে ৭নং উথরাইল চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের কথা মুঠোফোনে কথা হলে তিনি দিনাজপুর টোয়েন্টি ফোর ডট কমকে জানান, ৫০ কিংবা ১০০ টাকা নেয়ার নির্দেশ আমি দেইনি। আমি যেটা দিয়েছি সেটা হলো যারা ৫০ কিংবা ১০০ টাকা মেম্বাররা যারা নিয়েছে সেই টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছি। চেয়ারম্যান আরো বলেন, আমি বিষয়গুলো জেনেছি যে, সবচেয়ে বেশি ৩ নম্বর ওয়ার্ড ৪নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বারের বেশি অনিয়ম হয়েছে।
    উল্লেখ্য যে, অত্র ইউনিয়নে প্রায় ২ হাজারেও বেশি সুবিধাভোগী রয়েছে। ৫০ কিংবা ১০০ টাকা নেয়া হলে এখানে প্রায় ১ থেকে দেড় লাখ টাকা নেয়া হয়েছে।
    সরেজমিনে গিয়ে জানা গেছে, চেয়ারম্যান ও মেম্বারের কাঁদা ছড়াছড়ির শিকার হচ্ছে ইউনিয়ন পরিষদের অসহায় জনগন তথ্যসেবা ঠিকমতো সেবা পারছে না বলে হয়রানির শিকার হন অসহায় জনগণ। ইউনিয়ন পরিষদের হয়রানিতে জনগণের সেবা দিন দিন হারিয়েছে যাচ্ছে তাহলে কি এভাবেই চলবে ইউনিয়ন পরিষদ মন্তব্য করেন বলে কেউ কি নেই ভালোভাবে দেখবে ইউনিয়ন পরিষদ। অভিযোগ করেন অসহায় বিপদে পড়া সেবা বঞ্চিত মানুষ ও এলাকাবাসী।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content