প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:২৫:১৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ছাত্রলীগের হামলার মুখে পড়ে পিছু হটেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ৭ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়।
আজ মঙ্গলবার বিকেলে ৪টা ২৫ মিনিটের দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ২০-২৫ জন নেতাকর্মী নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে। মিনিট তিনেকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে লাঠি, স্ট্যাম্প নিয়ে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন পিছু হটেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের কয়েকজনকে ঘিরে ধরে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। -ডেস্ক রিপোর্ট