প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ১০:৫৮:৩৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সংযুক্ত আমিরাতকে ২-০তে হারিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল। এই দুই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করেছেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। তবে তারা কেউই স্বীকৃত ওপেনার নন।
আমিরাতে দুই ম্যাচেই বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি তারা। বিশেষ করে সাব্বির রহমান তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি। পুরো সিরিজের প্রথম ম্যাচে করেন শূন্য রান, দ্বিতীয়টিতে করতে পেরেছেন ১২ রান। এই ব্যাটাররাই কি বিশ্বকাপে উদ্বোধন করবেন। এ নিয়ে নিজের মত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘সাব্বির ও মিরাজকে ওপেনিংয়ে দেখে আমি অবাক হয়েছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নির্ধারণ করা হবে।’
তাহলে কি বিকল্প নেই। এর জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘অপশন সীমিত হওয়ার কোনো ব্যাপার না। আমাদের অনেক খেলোয়াড় আছে। এতোদিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেললো না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে ট্রাই করতে চাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহান ইনজুরড ছিল, অপশন ছিল না। তাই অন্যরা খেলেছে ওদের দেখে মনে হয়েছে ওদের ভবিষ্যত আছে।’
পেস বোলিংয়ে বাংলাদেশের ভরসা মুস্তাফিজুর রহমান ফর্মে ফিরবে বলে বিশ্বাস করেন পাপন। তিনি বলেন, ‘মুস্তাফিজ তো নি:সন্দেহে আমাদের এক নম্বর চয়েজ। আমাদের ধারণা সে কামব্যাক করবে। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিংয়ের ম্যাচে ওর থেকে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে।’ -নিউজ ডেস্ক