প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ৮:২৯:৩২ প্রিন্ট সংস্করণ
মো. নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুরে বৃহস্পতিবার (২৯ সেপ্টে:) সকালে ট্রেনে কাটা পড়ে মমতাজ হোসেন (৪৭) নামে এক কিডনী রুগির মৃত্যু ঘটেছে। তিনি পৌর শহরের বেগমপুর গ্রামের মৃত: নজির উদ্দিনের ছেলে।
পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নূরুল ইসলাম জানান, নিহত মমতাজ হোসেন ছাগল চরাতে গিয়ে রেল লাইনের উপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেল স্টেশন অতিক্রম করে গেলে বেগমপুর মোড় নামক স্থানে মমতাজ হোসেন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।
পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বকুল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, অতিদরিদ্র মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত হয়ে হতাশাগ্রস্থ্য অবস্থায় ছিলেন।