• Top News

    ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৬:১৭:৪১ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

    আর রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আগামী ৮ অক্টোবরের সভায় দেশের সব ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের ‍উপস্থিত থাকতে বলা হয়েছে।

    নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব বলেন, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা ডাকা হয়েছে। তবে চলমান অন্যান্য নির্বাচন নিয়েও সভায় আলোচনা হবে। -ডেস্ক রিপোর্ট
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content