প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ৫:১৪:০৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকার যখন হত্যা করেছে তখন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল কোথায় ছিলেন- এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই প্রশ্ন করেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট এই কর্মসূচির আয়োজন করে।
ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সুলতানা কামালের সাক্ষাৎকারের কড়া সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘যখন ভোলায় যশোরে, মুন্সীগঞ্জে, নারায়ণগঞ্জে বিএনপির যুবদলের কর্মীকে হত্যা করা হয়েছে তখন আপনি (সুলতানা কামাল) কোথায় ছিলেন? আপনারা ওটার প্রতিবাদ করলেন না আপনারা কিসের মানবাধিকার কর্মী। আপনারা আওয়ামী অধিকার কর্মী। আপনি আওয়ামী লীগের স্বার্থের যে অধিকার সেই অধিকারের কর্মী।’
রুহুল কবির রিজভী বলেন, ‘সুলতানা কামালদের কোন সাক্ষাৎকার, মুনতাসির মামুনের কোনো বিবৃতি এদেশের স্বাধীনতাকামী মানুষকে গণতন্ত্রকে বিচলিত করতে পারবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের ওপর এত নির্যাতন-নিপীড়ন করার পরেও বিএনপি জেগে উঠে কী করে। বিএনপিকে কবরে পাঠাচ্ছে সেখান থেকেও জেগে উঠছে কী করে? এটা সরকারকে আরও প্রতিহিংসা পরায়ণ করছে। শুধু তাই নয় তার যে বুদ্ধিজীবীরা আছে তারাও তাদের মত কোরাস গাইছে। এখন দেখছি ফ্যাসিবাদ খুনি সরকারের পক্ষে সাফাই গাইছে সুলতানা কামালের মতো একজন মানবাধিকার কর্মী। বিদেশি একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছে। ইডেন কলেজের বিষয় নিয়ে ইনডাইরেক্টলি তিনি সাফাই গাইছেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা নাৎসিবাদ ফ্যাসিবাদ খুনের রাজত্ব কায়েম করেছে। বাংলাদেশে শেখ হাসিনা, সুলতানা কামাল, মুনতাসির মামুন ছাড়া আর কারও কণ্ঠ থাকবে না। এইটা সুলতানা কামাল ও মুনতাসির মামুনরা মনে করেন।’
রিজভী বলেন, ‘শিক্ষকরা নিজেরাও শিক্ষিত একটা শ্রেণিকেও শিক্ষিত করে ওনারা আজকের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে এই অবৈধ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।’
শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম প্রমুখ।-নিউজ ডেস্ক