• Top News

    বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ৫:২১:৩৮ প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

    (দিনাজপুর২৪.কম) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন। তাঁর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    বুধবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন।

    প্রধানমন্ত্রীর সম্প্রতি করা যুক্তরাজ্য সফর ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সম্মেলনে অংশ নেওয়ার ওপর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন।

    ১৯ সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

    সূত্র : বাসস।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content