প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ৩:৪০:৫৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তিনি দীর্ঘদিন থেকে অবদান রেখে চলেছেন। অনেক দুঃখ-কষ্ট সহ্য করলেও কখনো আত্মসমর্পণ করেননি। দেশ ও জনগণের ক্রান্তিকালে দেশ ছেড়ে যাননি। তিনি আমাদের অনুপ্রেরণা।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।
সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র ফোরাম।
রিজভী বলেন, ‘গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে রূপান্তরের জননী হচ্ছেন শেখ হাসিনা। তার কাছে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বড় নয়, তার কাছে ক্ষমতা সবচেয়ে বড়। আজকে তার কাছে সবচেয়ে ঘৃণার বস্তু হচ্ছে নির্বাচন।’
রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে দেশে কী পরিস্থিতি বিরাজ করছে। গত মঙ্গলবার রাতে রাজবাড়ীতে সোনিয়া আক্তার স্মৃতি নামের দুই শিশু সন্তানের মা ও মহিলা দল নেত্রীকে পুলিশ তুলে নিয়ে গেছে। সে দিনের বেলা গ্রেপ্তারের কথা বললেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে অমানবিক ও বর্বরোচিতভাবে গ্রেপ্তার করেছে।’
সোনিয়া নাকি ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়েছে এই প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘কুইক রেন্টালের বিদ্যুৎ উৎপাদনের জন্য চুরির সুযোগ দিতে ইনডেমনিটি আইন করেছেন। গোটা দেশ চোর গিজগিজ করছে। এতে প্রধান মন্ত্রীর সুনাম ক্ষুন্ন হয় না?’
বিএনপি নেতা রিজভী বলেন, ‘নারী ফুটবলার কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার চুরি, বাংলা একাডেমি থেকে বিদেশি রাষ্ট্রদূতের স্ত্রীর ভ্যানিটি ব্যাগ চুরি, ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতা ছাগল চুরি করে জনতার হাতে ধরা পড়েছে। আজকে চোরের কবলে দেশ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্ত করতে হবে।’
গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল নাইমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা মীর সরফত আলী সপু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, মিলন মেহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল চৌধুরী খোকন, কাদের সিদ্দিকী ও ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। -ডেস্ক রিপোর্ট