প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ৩:৫৮:১২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ওপেনার মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ৈ ১২৯ রান করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অবশ্য উইকেট হারায় বাংলাদেশ। সাশা আজমির বলে শূন্য রানে ফেরেন ওপেনার শামীমা সুলতানা। তৃতীয় উইকেটে নামা ফারজানা হক ১০ রানে বিদায় নেন। তবে তৃতীয় উইকেট জুটিতে ৬৩ বলে ৮৭ রান তোলেন মুর্শিদা ও নিগার।
মালয়েশিয়া বোলারদের মধ্যে আজমি, মাহিরা ইজ্জাতি ইসমাইল ও উইনিফ্রেড দুরাইসিংগ্রাম একটি করে উইকেট নেন।
মালয়েশিয়ার বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবারই জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।
চলতি আসরে দুই ম্যাচ খেলে একটিতে জয় ও অন্যটিতে হেরেছে বাংলাদেশ। -নিউজ ডেস্ক
বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা তিশনা।
মালয়েশিয়া একাদশ: উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), মাস এলিসা, আইন্না হামিজা হাশিম, মাহিরা ইজ্জাতি ইসমাইল, নুর আরিয়ান্না নাতসিয়া, এলসা হান্ডার, আইসিয়া এলিসা, নুর হায়াতি জাকারিয়া, সাশা আজমি, নুর দানিয়া সিউহাদা, আইনা নাজওয়া।