প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ৫:৩৫:০৫ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। চলমান নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন এই মিডিয়াম পেসার।
সিলেটে বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে মালয়েশিয়ার তৃষ্ণাই প্রথম আঘাত করেন। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে তিনি ওপেনার উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে ব্যক্তিগত ৫ রানে বোল্ড করেন। তৃতীয় বলে এলবি আউট করেন ম্যাশ এলাইসাকে। আর চতুর্থ বলে মাহিরাহ ইজ্জতি ঈসমাইলকে বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা। তৃষ্ণা এর আগে পাঁচটি ওয়ানডে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৩ ওভারে ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে মালয়েশিয়া। -নিউজ ডেস্ক