• Top News

    ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি দেয় বিএনপি-জামায়াত সরকার: জয়

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২২ , ৯:০৯:৪০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করেছে খালেদা জিয়ার সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

    তিনি বলেছেন, ২০০৭ সালের ২২ জানুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে জরুরিভাবে উপজেলা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি দেয় বিএনপি-জামায়াত সরকার।

    শুক্রবার (৭ অক্টোবর) রাতে ফেইসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

    একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ২০০৭ সালের ২২ জানুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে জরুরিভাবে উপজেলা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি দেয় বিএনপি-জামায়াত সরকার।

    তিনি লিখেছেন, বাংলাদেশের ইতিহাসে পিএসসিকে ব্যবহার করে এত দ্রুত কোনো নিয়োগ ইতিহাসে কখনো হয়নি। কোনো পরীক্ষা ছাড়া সরাসরি তালিকার মাধ্যমে এ নিয়োগ দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।