প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৯:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিতেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ দল। ম্যাচ জিতলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে। হারলে মনোবল ভেঙে পড়ে। টাইগারদের সামনে সুযোগ ছিল প্রথম ম্যাচটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার। তবে ব্যাটিং ব্যর্থতায় সুযোগ হাতছাড়া হয়েছে। পাকিস্তানের কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ অভিযান শুরু করা বাংলাদেশের সামনে আজ নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ২২ গজের ময়দানি যুদ্ধ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে জয়কে পাখির চোখ করেছেন সাকিবরা।
নিয়মিত অধিনায়ক সাকিবকে ছাড়াই প্রথম ম্যাচটি খেলতে হয়েছে বাংলাদেশ দলকে। মোস্তাফিজ ও হাসান ছাড়া বাকি বোলাররা দারুণ বোলিং করেছেন। বিশেষ করে পাকিস্তান ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। পাকিস্তানকে ১৬৭ রানের মধ্যে আটকে রাখার পরও ম্যাচটি ২১ রানে হারতে হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। লিটন, আফিফ, ইয়াসির ছাড়া বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। সোহান বলেছিলেন, কিছু জায়গায় তাদের উন্নতি করতে হবে। তবে একদিনের বিরতিতে কতটুকু উন্নতি করা সম্ভব সে প্রশ্নটা থেকেই যাচ্ছে। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। আর খেলাটা হচ্ছে নিউজিল্যান্ডের মাটিতেই। ঘুরে দাঁড়ানোর ম্যাচে সাকিবদের কঠিন পরীক্ষা দিতে হবে।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ১৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৩টি, নিউজিল্যান্ড ১২টি। সর্বশেষ ৫ সাক্ষাতের তিনবারই জয়ী দল বাংলাদেশ। তবে সর্বশেষ ম্যাচটি জিতেছে নিউজিল্যান্ড। টাইগাররা মিরপুরে সাফল্য পেলেও নিউজিল্যান্ডের মাটিতে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কখনোই জয়কে মুঠোবন্দি করতে পারেননি। আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কি নতুন গল্প লিখতে পারবেন সাকিব-সোহানরা?
পাকিস্তানের মতো নিউজিল্যান্ডও কঠিন প্রতিপক্ষ। টি-টোয়েন্টি সংস্করণে তারা প্রথম সারির দল। অন্যদিকে বাংলাদেশ এখনো এই সংস্করণকে ঠিকমতো রপ্তই করতে পারেনি। তারপরও বিশ্বকাপের আগে ভালো খেলে নিজেদের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান সাকিবরা। ফলাফল নিয়ে তারা খুব বেশি ভাবছেন না। বরং প্রসেস ঠিক রেখে ২২ গজের ময়দানে নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় উড়াল দিতে চান। তবে বিশ্বকাপ অভিযানের আগেই টিম ম্যানেজমেন্টের ‘ইমপ্যাক্ট’ বিবেচনায় ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা-নিরীক্ষার মেকশিফট ওপেনার তত্ত¡ পুরোপুরি ব্যর্থ হয়েছে। পাকিস্তান ম্যাচের পর নিউজিল্যান্ড ম্যাচেও মিরাজ-সাব্বির জুটি যদি ওপেন করেন এবং আবারও তারা ব্যর্থ হন তাহলে ওপেনিং জুটি নিয়ে নতুন করে ভাবতেই হবে টিম ম্যানেজমেন্টকে। -নিউজ ডেস্ক