প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৬:০৮:৪২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের চক সোলাগাড়ি গ্রামের বকুল মিয়ার ইটভাটায় বজ্রপাতে পাঁচ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পীরগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশ মাইল বিটিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পীরগঞ্জের চক সোলাগাড়ি গ্রামের আবদুল জলিলের ছেলে আবদুল জব্বার, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের শিরুলের ছেলে সিয়াম (২০), আল-আমিনের ছেলে শাহাদত হোসেন (২৫) ও আয়েতালের ছেলে রাশেদুল (২৪)
এ ঘটনায় গুরুতর আহত শ্রমিকের নাম মেহেদুল। কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের এই বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।