প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ১২:২৫:০০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) গাজীপুরের বাসন থানা এলাকায় বাসের চাপায় চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।