• Top News

    তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ১২:২৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারীরা

    (দিনাজপুর২৪.কম) তুরস্কের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছে। এ ঘটনায় কয়েক ডজন মানুষ মাটির নিচে আটকা পড়ে আছেন। স্থানীয় সময় শনিবার দেশটির উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে এ ঘটনা ঘটে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে প্রায় কয়েক ডজন কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিল।

    এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এক বিবৃতিতে বলেন, উদ্ধারকারীরা শক্ত পাথর খুঁড়ে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

    বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। তবে স্থানীয় প্রসিকিউটর অফিস তদন্ত শুরু করেছে।

    এদিকে তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content