• সারাদেশ

    দিনাজপুর জেলা জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ৯:৫৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সালাম,হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম)জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে বিএনপির বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষে জেলা জাসাসের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
    শনিবার (১৫ অক্টোবর-২০২২) সকাল ১১টায় জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহবুব আহমেদ। জেলা জাসাসের আহবায়ক মোঃ আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হুমায়ূন কবির আনাফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাসাস সদস্য মোঃ আব্দুস সালাম, মোঃ আবু সালেক লিটন, মোঃ রাজিউর রহমান আমিন রাজা প্রমূখ।
    সভায় আগামী ২৯ অক্টোবর রংপুরের গনসমাবেশ সফল করতে জেলা জাসাসের সদস্যদের প্রতি আহবান জানানো হয়। প্রস্তুতি সভায় জাসাসের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content