প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ১০:০৪:৩৪ প্রিন্ট সংস্করণ
বিষ্ণুপদ রায় (দিনাজপুর২৪.কম) ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাও জেলা পরিষদ নির্বাচনে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ হলে তার বিজয় নিশ্চিত বলে জানিয়ে ৩ নং ওয়ার্ডে (পীরগঞ্জ) হাতি মার্কার সদস্য প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। এর জন্য সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। শনিবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, তার চাচা এর আগে জেলা পরিষদের সদস্য ছিলেন, অনেক দিন ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনিও ইউয়িন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জন প্রতিনিধি পরিবারের সদস্য তিনি। তার জানা আছে কিভাবে এলাকার এবং জনগনের উন্নয়ন করতে হয়। তিনি এর আগে ইউনিয়ন পরিষদের মানুষের ন্যায্য কাজ তাজ করেছেন। এবার উপজেলার মানুষের কাজ করার প্রতিজ্ঞা নিয়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন।
এজন্য উপজেলা সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ভোটার, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগীতা চান তিনি।
এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সহ-সভাপতি কাজী নুর ইসলাম, উপজেলা জাসদের সভাপতি দীপেন্দ্র নাথ রায়, পীরগঞ্জ প্রেসক্লাব ের যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন প্রধান সহ তার সফর সঙ্গী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।