• Top News

    ৩ পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৮:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    ওই তিন পুলিশ সুপার হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।

    রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। ভিন্ন ভিন্ন তিনটি প্রজ্ঞাপন হলেও সেগুলোর ভাষা ছিল একই।

    ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

    এর আগে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার। গত ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। -সূত্র : আমাদের সময়

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content