শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

চীন-ভারতকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে আ.লীগ: রুমিন ফারহানা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আওয়ামী লীগ চীন, ভারতকে একসঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে নির্বাচনে জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) ডয়েচে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশোতে ‘কেমন সংসদ পেলাম’ বিষয়ে আলোচনায় অতিথি হিসেবে এসে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শুধু বাংলাদেশের মানুষকে বাদ দিয়েছে৷ তবে বিএনপি কোনো বিদেশি শক্তির, অঘটনের দিকে তাকিয়ে নেই৷

তিনি বলেন, ৭ জানুয়ারি যেটি হয়ে গেছে, তার পর বাংলাদেশে একটি কার্যত একদলীয় শাসন শুরু হলো৷ বিএনপির নেতাকর্মীদের মাঝেও আমরা হতাশা লক্ষ্য করছি৷ তারা আন্দোলন করছে, কিন্তু টানা তিনবার ক্ষমতার বাইরে৷ আওয়ামী লীগের অপকৌশলের শিকার হয়েছে বিএনপি ও দেশের মানুষ৷

তবে অপর আলোচক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার মনে করেন, এই সংসদে ২২৩ জন আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত সদস্য, ৬২ জন স্বতন্ত্র৷ দেখতে হবে সংবিধান মোতাবেক আরপিও অনুযায়ী নির্বাচনটি হয়েছে কিনা।

সংসদ সদস্যদের অস্বাভাবিকভাবে সম্পদ বাড়ার ব্যাপারে এবিএম রিয়াজুল কবির বলেন, একজন সংসদ সদস্য মাসে এক লাখ ৬০ হাজার টাকা পায়৷ বর্তমানে আমাদের ৪৬ সংসদ সদস্যের ফাইল দুদকের হাতে আছে৷ তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে৷

তিনি আরও বলেন, এ সরকার দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্স৷ তবে দুর্নীতি চলমান আছে৷ এটা তো স্থায়ীভাবে নির্মূল করা যাবে না৷ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই সম্পদ বাড়ার পেছনে তদবির, টেন্ডার, কাবিখা থেকে পারসেন্টেজ থাকে৷ -নিউজ ডেস্ক

সর্বশেষ - আইন আদালত