মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ ভ্যানযাত্রীর

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৫:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে যাত্রীবাহী বিআরটিসি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারিকুল ইসলাম দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি জানান, রানীরবন্দর বাজারে যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল ভ্যানটি। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন। খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে। সর্বশেষ খবরে জানা গেছে স্থানীয় লোকজন ঘাটক বাসটিকে আটক ব্যাপক ভাংচুর চালিয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস