শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভারতীয় যুবক কারাভোগ শেষে দেশে ফিরলেন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  অবৈধ অনুপ্রবেশ ও মাদক মামলায় এক বছর কারাভোগের পর ভারতে ফিরে গেলেন দিদারুল ইসলাম (২৬) নামের এক ভারতীয় যুবক।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের মেইন পিলারের কাছে হিলি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।

দিদারুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুর ভীমপুর খারুন এলাকার সামসুল ইসলামের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ২০২২ সালের আগস্ট মাসে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সময় বিজিবির হাতে আটক হন দিদারুল ইসলাম। আটকের পর তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বছর ও মাদক মামলায় এক বছর সাজা দেন আদালত। একই সঙ্গে দুই মামলার সাজা চলায় এক বছরে তার সাজার মেয়াদ শেষ হয়। পরে তাকে নিজ দেশে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস