সোমবার , ৪ মার্চ ২০২৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

চট্টগ্রামে সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে নৌবাহিনীর দুটিসহ ২০ ইউনিট

প্রতিবেদক
admin
মার্চ ৪, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট কাজ করছে।

সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে ওই মিলে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আড়াই ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার চিনি মিলটিতে আগুন লাগে। ৩টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে।

fire1

পরে আরও ১৫টি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে নৌবাহিনীর দুটি ইউনিট।

প্রসঙ্গত, গত শুক্রবার বাকলিয়া এক্সেস রোডের একটি হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হিমাগারটি ছিল এস আলম গ্রুপের মালিক মাসুদুল আলমের বড় ভাই শহীদুল আলমের। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত