মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ঘুষের টাকাসহ উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

প্রতিবেদক
admin
মার্চ ৫, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে ঘুষের দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৪মার্চ) বিকেলে দিনাজপুরে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় দুদকের দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে  সংস্থাটির সহকারী পরিচালক নূর আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে আদালতে পাঠানো হয়। এর আগে গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রিভাইজড প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন দিনাজপুর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালায়। এসময় প্লট বাণিজ্যের গ্রহণকৃত দেড় লাখ টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। পরে তাকে ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর হেফাজতে রাখা হয়।  দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নুর আলম দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম কে এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ - রাজনীতি