আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গতকাল শনিবার সকাল ১০ টায় দিনাজপুর স্টেশন রোডস্থ ইউনিয়ন কার্যালয়ের তৃতীয় তলায় পাফিন চাইনিজ রেস্টুরেন্টে হল রুমে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ- সভাপতি সাদাকাত আলী খান, কোরবান আলী সোহেল, সহ সাধারণ-সম্পাদক আব্দুস সালাম, মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ বেলাল হোসেন রাজু, প্রচার-সম্পাদক মো. আবেদ আলী, দপ্তর-সম্পাদক আবু কাওসার, সাংগঠনিক সম্পাদক মো. সায়েম ওয়াহেদ সিদ্দিকী, নির্বাহী সদস্য মো. নূর ইসলাম নয়ন, সদস্য ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বার্ষিক আয়, ব্যয়, উন্নতি ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিষদ আলোচনা করা হয়। বিকেল ৩টায় মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত হয়। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সকল সদস্য উপস্থিত ছিলেন।