মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নিরব ভূমিকায় জলদস্যুরা, আট দিনেও যোগাযোগ হয়নি

প্রতিবেদক
admin
মার্চ ১৯, ২০২৪ ৪:১৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে জিম্মি করা সোমালিয়ান জলদস্যুরা মুক্তিপণের দাবিতে এখনো যোগাযোগ করেনি এসআর শিপিং কর্পোরেশনের সাথে। জাহাজ জিম্মি করার আট দিন অতিবাহিত হয়ে গেলেও দস্যুরা রয়েছে নিরব। তবে জাহাজে থাকা নাবিকদের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে মালিকপক্ষের। তারা সবাই সুস্থ আছেন। সোমবার এ তথ্য জানান কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

তিনি বলেন, ‘দস্যুরা এখনো কোনো ফোন করেনি। তবে নাবিকদের সবাই সুস্থ আছেন। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।’ প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশনের। জাহাজটি সাধারণ পণ্য পরিবহণ করে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আইন আদালত