(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চলতি মৌসুমে কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। তাই বাজারে পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রকারভেদে কাঁচামরিচের দাম কেজিতে কমলো ৩৫ থেকে ৫৫ টাকা। পণ্যটির দাম কমায় খুশি ক্রেতারা।
গতকাল সোমবার (২৫ মার্চ) হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে দোকানে সাজিয়ে রেখেছেন কাঁচামরিচ। গেলো দুই সপ্তাহ আগে দেশিয় কাঁচামরিচ মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেই কাঁচামরিচ সাড়ে ২২টাকা থেকে ২৩ টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।