বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ব্যাটিং বিপর্যয়ে অল্প রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

প্রতিবেদক
admin
মার্চ ২৭, ২০২৪ ৬:১৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর আজ সফরকারীদের বিপক্ষী মাঠে নেমেছে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে। মিরপুরে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যালিস হিলি। তবে আগে ব্যাট করতে নেমে আজও সুবিধা করে ওঠতে পারেনি স্বাগতিকরা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে আজও নিগার সুলতানা জ্যোতিরা অল আউট হয়েছে দলীয় সংগ্রহ একশ হওয়ার আগেই। অজিদের বোলিং তোপে টাইগ্রেসরা গুটিয়ে গেছে ২৬.২ ওভারে ৮৯ রানেই।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা আজও হয়েছে বাজে। ম্যাচের দ্বিত্য ওভারেই আউত হন ওপেনার সুমাইয়া আক্তার। দলীয় রানের খাতা খোলার আগেই এক ওপেনার বিদায় নেয়ার পর আরেক ওপেনার ফারজানা হক বিদায় নেন দলীয় ৮ রানেই।

এরপর একে একে ব্যর্থ হয়েছেন রিতু মনি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুনরা। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল অধিনায়ক জ্যোতি। যদিও তিনিও ফিরেছেন ১৬ রান করেই।

এদিকে টাইগ্রেসদের হয়ে আজ ম্যাচে সবথেকে বড় জুটি গড়েছেন পেসার মারুফা আক্তার এবং সুলতানা খাতুন। শেষ উইকেট জুটিতে তারা দুজনে স্কোরবোর্ডে তুলেন ২৬ রান। এই জুটিতেই শেষ পর্যন্ত ৮৯ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা।  -অনলাইন ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস