শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নাটোরে ৫১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রতিবেদক
admin
এপ্রিল ৫, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শিশুদের মনে শ্রুতিকটূ ও নেতিবাচক অর্থ বোঝায় এমন নাটোরে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ এপ্লিল) মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সারাদেশের মোট ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নাম পরিবর্তন বিদ্যালয়গুলো হলো- সিংড়া উপজেলার গুনাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে চন্দ্রমল্লিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাগনাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুষ্পবিথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঠিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দৌলনচাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কৃষ্ণচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাওধোয়া ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুনাইখাড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শিশু কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ডালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক লাডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগলাডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়াটিকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হৈমন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিকিচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বিলাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

নাটোর সদর উপজেলার লেংগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আনন্দ ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাটিকোপা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বলদখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম স্বপ্নসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিকোপা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর নাম অক্ষরমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শিশু কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম করে কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম লক্ষ্মীনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেংটাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাবনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাগাতিপাড়া উপজেলার মাকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাগরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠেংগামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অঙ্কুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমদোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কলমিলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গুরুদাসপুর উপজেলার পোয়ালশুরা পাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িঁহাঁসমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম তিতাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ালগুরা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লালপুর উপজেলার চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সবুজছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আলোর দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লালপুর উপজেলার চোষডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বড়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আত্রাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাগড়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নলডাঙ্গা উপজেলার ধনকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে অপরাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নয়নতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদনহাট পাবনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালঘাট বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অলকানন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরুষোত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম উদয়পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংগালখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম জ্ঞানপ্রদীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় রামশার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম করা হয়েছে।

নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী  বলেন, সরকার চাচ্ছে শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া হয় এমন নাম যেন স্কুলে না থাকে। যেমন গলাকাটা, মাথাকাটা এমন নামে বিভিন্ন স্কুল রয়েছে। বিরূপ স্কুলের নাম পরিবর্তন করে সুন্দর নাম দেওয়া। একটি স্কুলের নাম যেন শিশুদের মনে আকর্ষণীয় হয়। যেন তাদের মনে বিরূপ প্রতিক্রিয়া না আসে। তার আলোকে সরকার নাম পরিবর্তন করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্কুল কমিটির কাছে নাম চাওয়া হয়েছিল। যেন শিশুদের মনে বিরুপ প্রভাব ফেলবে না। সুন্দর ফুল, ফল ও প্রতিষ্ঠিত ব্যক্তি, মুক্তিযোদ্ধার নামে হলে শিশুরা শিখবে, জানবে। উপজেলা ও জেলা কমিটি যাচাই-বাচাই করে মন্ত্রণালয়ে পাঠানোর পর তা অনুমোদন দেন। নাটোর জেলায় মোট ৫১টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে। -অনলাইন ডেস্ক

সর্বশেষ - আইন আদালত