সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

চাকুর ভয় দেখিয়ে ছিনতাইকালে গ্রেফতার ৪

প্রতিবেদক
admin
এপ্রিল ৮, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চাকুর (সুইস গিয়ার) ভয় দেখিয়ে ছিনতাইকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রবিন, সাব্বির, জিহাদ ও রাফিন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি সুইস গিয়ার চাকু, ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর লালবাগ থানা এলাকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন কোয়ার্টার্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা।

পুলিশ কর্মকর্তা জানান, ইডেন মহিলা কলেজের বিপরীত পাশের সড়কে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন কোয়ার্টার্সের সামনে তারা ছিনতাইয়ের চেষ্টা করেছিল। এক পথচারীকে তারা সুইস গিয়ার চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পাশেই লালবাগ থানার পুলিশ টহলে ছিল। তারা খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় এবং তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক হাজার টাকা এবং একটি ভিভো এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। ইমরান হোসেন মোল্লা জানান, গ্রেফতার ব্যক্তিরা সবাই উঠতি বয়সের ছিনতাইকারী চক্রের সদস্য। তারা সংঘবদ্ধভাবে সুযোগ বুঝে ধারালো চাকুর ভয় দেখিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করত। তাদের বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় মামলা হয়েছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস