রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে সহোদর ছোটো ভাইকে খুনের দায়ে ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিবেদক
admin
এপ্রিল ২১, ২০২৪ ৪:২৪ পূর্বাহ্ণ

আব্দুস সালাম , হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বালুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী একজন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য। বাদীর দুই ছেলে প্রধান আসামি মো. মাসুদ রানা (৪০) ও ভিকটিম মো. রাসেল রেজাদ্বয়ের মধ্যে বসত বাড়ির ভিটার জায়গা ভাগ বণ্টন এবং পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় ০৪ বছর পূর্বে বাদীর বসত বাড়ির মাঝখান দিয়ে ইটের প্রাচীর নির্মাণ করলে বাড়ির উত্তর অংশে বাদীর বড় ছেলে অর্থাৎ ১নং আসামি মো. মাসুদ রানা তার স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করে এবং দক্ষিণ অংশে বাদী ও তার স্ত্রী ও ছোট ছেলে ভিকটিম মো. রাসেল রেজা সহ বসবাস করে আসছিল। মাঝে মধ্যেই দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হত এবং ১নং আসামি বাদীকে ও বাদীর স্ত্রী সহ ছোট ছেলে ভিকটিমকে খুন করার হুমকি প্রদান করত। একপর্যায়ে গত ১৭ এপ্রিল (২০২৪) তারিখ সকাল অনুমান ০৭.৩০ মিনিট সময় পূর্ব শত্রুতার জের ধরে একই উদ্দেশ্যে ১, ২ ও ৩নং আসামিগণ বাদীর বাড়ির ভিতর থেকে ভিকটিমকে গালিগালাজ করতে থাকে এবং খুন করার হুমকি দিতে থাকলে ভিকটিম বাড়ি থেকে বের হয়ে আসামিদের বাড়ির গেটের সামনে বাঁধের রাস্তার উপর পৌঁছালে ১, ২ ও ৩নং আসামিগণ ধারালো কুড়াল, বটি ও দা নিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে এসে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করে। এছাড়াও আসামিদের হাতে থাকা ধারালো বটি, দা দিয়ে উপর্যুপরি কোপ দিয়ে ভিকটিমের দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। এ সময় ভিকটিমের চিৎকারে বাদী ও বাদীর স্ত্রী সহ অন্যান্য প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে আসামিদের কবল থেকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় মৃত্যু বরণ করেন। উক্ত হত্যাকা-ের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে ঘটনাটি নিয়ে র‌্যাব গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা কা-ের ঘটনার আসামিগণ সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১২,সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর দুটি অভিযানিক দল ২০ এপ্রিল (২০২৪) রাত ০৪ টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং ওয়ার্ডের অন্তর্গত মালসাপাড়া এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যা কা-ের প্রধান আসামি ১। মো. মাসুদ রানা (৪১), পিতা- বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী, ২। মোছা. ফারহানা রিমা (৩৫), স্বামী- মো. মাসুদ রানা, ৩। মো. ফারহান আলী রনক (১৫), পিতা- মো. মাসুদ রানা, সর্ব সাং- বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজের মোড়, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদেরকে আতœগোপনকৃত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়, র‌্যাবের যৌথ টিম। ধৃত আসামিগণকে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস