শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বাংলাদেশের উন্নয়ন দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
এপ্রিল ২৬, ২০২৪ ৭:০২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ‘বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৪ এপ্রিল) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন আমাদের লজ্জা হয়।’ তিনি আরও বলেন, ‌পূর্ব পাকিস্তানকে এক সময় দেশের বোঝা মনে করা হতো। কিন্তু এখন শিল্পায়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে তারা।

শাহবাজ শরিফ বলেন, আমি ছোটবেলায় শুনতাম, পূর্ব পাকিস্তান একটি বোঝা। আজ সেই বোঝা কোথায় পৌঁছেছে (অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে), আপনারা তা দেখছেন। ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশ এখন আর্থসামাজিক খাতের প্রায় সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।’  -নিউজ ডেস্ক

সর্বশেষ - আইন আদালত