রবিবার , ১২ মে ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

তলানিতে সিলেট বোর্ডের ফল

প্রতিবেদক
admin
মে ১২, ২০২৪ ৯:১৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা। গত বছরের তুলনায়ও এবার খারাপ করেছে বোর্ডটির শিক্ষার্থীরা। বোর্ডটিতে এবার পাস কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ। আর জিপিএ কমেছে ৫৮৫টি।

রোববার (১২ মে) সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে পাওয়া ফলাফল ও গত বছরের ফল বিশ্লেষণ করে এই চিত্র দেখা যায়।

ফলাফলে দেখা যায়, সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৩ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫ জন।

এবছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৭৩ জন। এরমধ্যে পাস করেছে ৮০ হাজার জন। এ বছর পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫জন। এবছর জিপিএ-৫ কমেছে ৫৮৫টি। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস