সোমবার , ১৩ মে ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শেখ রেহানাকে নিয়ে এমপি নিক্সনের বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
মে ১৩, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) টানা তিন মেয়াদ ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হওয়া আলোচিত সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ। নিক্সন চৌধুরীর মা ফিরোজা বেগম প্রধানমন্ত্রীর ফুফাতো বোন। মূলত তাকে দেখতেই গিয়েছিলেন সরকারপ্রধান।

গত শনিবার (১১ মে) রাতে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী। নিক্সন চৌধুরী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে সেই খবর জানিয়েছেন।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিক্সন চৌধুরী লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়।’

 

পোস্টে কয়েকটি ছবি যুক্ত করেছেন নিক্সন চৌধুরী। ছবিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলে রয়েছেন। এছাড়া যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশকেও ছবিতে দেখা যায়।

Nikson2

 

নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর আত্মীয়, সম্পর্কে ভাতিজা। নিক্সন চৌধুরীর দাদি ও নানি উভয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন।

নিক্সন চৌধুরীর বড় ভাই নূরে আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ। তার বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী ছিলেন। তিনি গণপরিষদ ও জাতীয় সংসদের কয়েকবারের সদস্য ছিলেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত তিন মেয়াদে মনোনয়ন চেয়েও পাননি। তিনি ২০১৪ সাল থেকে গত তিনটি নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। তিনবারই তার সঙ্গে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস