সোমবার , ১৩ মে ২০২৪ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে গ্রামের ছেলে মেয়েরাও লেখাপড়ায় পিছিয়ে নেই, জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ

প্রতিবেদক
admin
মে ১৩, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  দিনাজপুরে গ্রামগঞ্জের ছেলে মেয়েরা ও লেখাপড়ায় পিছিয়ে নেই গ্রাম‍্য পরিবেশে বেড়ে উঠা ছেলে-মেয়েরাও গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উক্তীর্ণ খুশিতে অঝরে কাঁদে পরিবার। অসহায় গরিব ঘরে বেড়ে উঠা সিয়াম গোল্ডেন পেয়ে বাবা-মা এবং গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। বাবা-মায়ের তেমন আত্মিক অবস্থা না থাকলে ও নিজের ইচ্ছা আগ্রহ শক্তি নিয়ে দ্যা সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস এর পরিচালক শামীম সরকার সবুজের অনুপ্রেরনা আর ঐকান্তিক প্রচেষ্টায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে অত‍্যন্ত খুশি পরিবারগুলো।এসময় তাদের জিজ্ঞেস করলে প্রতিনিধিকে তাদের অনুভুতি এভাবেই ব‍্যক্ত দিয়ে করেন যে পরিবারের যতই অভাব আর অনটন থাকুন না কেন,নিজের যদি ইচ্ছা আর পরিশ্রম থাকে তাহলে অনেক অসাধ‍্যকেই সাধ‍ন করা যায়। ২০২৪ সালের এসএসসি’র ফলাফল দেখে অনেক খুশি ওই এলাকার বাসিন্দারা।নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ ও দশের কল‍্যানে নিজেদের প্রতিষ্ঠিত করাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ‍্য বলে অভিমত ব‍্যক্ত করেন। দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ ১০নং কমলপুর ইউনিয়নের জনতা মোড়ে শামীম সরকার সবুজের পরিচালনায় গড়ে উঠা দ্যা সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস কোচিং সেন্টারে এ গ্রামের ২৮ জন শিক্ষার্থীর মধ‍্যে ২৮জনই ভালো গ্রেডিং পয়েন্ট নিয়ে এসএসসি পাশ করেছে। বাবা মা আশা করেনি তার সন্তান পাশ করবে?কিন্তু এই কোচিংর বদলৌতে তার সন্তান পাশ করায় মোবাইল করে খুশিতে অঝোরে কেঁদে কোচিং সেন্টারের পরিচালক সবুজ এবং সেন্টারের ছাত্র-ছাত্রীদের জন্য জন্য দোয়া করেন।এলাকায় গড়ে উঠা কোচিং সেন্টারটির পরিচালক ভাল ফলাফল নিয়ে পাশকৃত ছাত্র ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে অভিভাবক শিক্ষক এবং এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গকে ডেকে ছেলে মেয়েদের কাঙ্খিত ফলাফলের মার্কসিট হাতে তুলে দেন। উপস্থিত সকল সদস্য বৃন্দ সহকারী শিক্ষক সাইফুর রহমান ছাত্র-ছাত্রীদের অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস