শুক্রবার , ৩১ মে ২০২৪ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভারতের নির্বাচনের ফলাফল কী হবে, মোদি থাকবেন নাকি বিদায় নেবেন

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শেষ প্রান্তে চলে এসেছে। কাল শনিবার (১ জুন) হবে সপ্তম ও শেষ দফার নির্বাচন। এরপর ৪ জুন ভোট গণনা শুরু হবে। দেশটির লোকসভায় রয়েছে ৫৪৩টি আসন।

নির্বাচন যেহেতু শেষ এখন আলোচনা চলছে ভোটের ফলাফল নিয়ে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসবে নাকি ক্ষমতার পালাবদল হবে এ নিয়ে আলোচনা সব জায়গায়।

২০১৯ সালে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩৫২টিতে জয় পেয়েছিল বিজেপির নেতৃত্বাধীন জোট। যেখানে বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। শনিবারের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল বিষয়ে কোনো ধারণা দেওয়া যাবে না। তবে গত এপ্রিলে চালানো এক জরিপে দেখা গিয়েছিল মোদির বিজেপি ২০১৯ সালের মতো এবারও একই প্রায় ৩০০টি আসন পাবে।

 নির্বাচনের ফলাফল কেমন হতে পারে, দেশটির অর্থনৈতিক বাজার কেমন হবে

১। বিজেপি তাদের অবস্থান আরও শক্তিশালী করবে: কেউ কেউ বলছেন এবার বিজেপি তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। দলটি ২০১৯ সালের চেয়ে বেশি আসন পাবে।

মোদি যদি ফের প্রধানমন্ত্রী হন তাহলে ভারতের অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন সিঙ্গাপুরভিত্তিক এশিয়ান ইকুইটিসে জ্যেষ্ঠ বিনিয়োগ পরিচালক জেমস থম। কারণ এরমাধ্যমে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রদর্শিত হবে।

 ২। ক্ষমতায় থাকবে বিজেপি কিন্তু কম আসনে জয় পাবে

ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের ২৭২টি আসনে জয় পেতে হবে।

ভারতের অর্থনীতির সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা ধরে নিয়েছেন মোদির নেতৃত্বাধীন বিজেপিই আবার ক্ষমতায় আসবে তবে গতবারের চেয়ে তারা কম আসন পেতে পারে। বাজারও সেভাবেই প্রস্তুত হয়েছে।

৩। বিরোধীদের নেতৃত্বাধীন জোট সরকার

যদি বিজেপি কোনোভাবে হেরে যায় এবং বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে তাহলে অর্থনীতিতে কিছুটা ধীরগতি চলে আসবে। নতুন সরকারের অর্থনৈতিক নীতি যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ এমন অবস্থা চলতে থাকবে।

এদিকে মোদির দলের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি এখনো দেখা যায়নি। তবে ভোট গণনা শেষেই জানা যাবে এবার ভারতবাসী কাকে ক্ষমতায় চেয়েছে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - ক্যাম্পাস