রবিবার , ২ জুন ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীরের খবর জানেন না, দেশটা চালাচ্ছে কে: সালাম

প্রতিবেদক
admin
জুন ২, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন, ‘সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সে এখন কোথায় আছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি জানেন না। তাহলে দেশটা কে চালাচ্ছে?’

রোববার (২ জুন) বিকেলে রাজধানীর চকবাজার থানার ২৭, ২৯নং ওয়ার্ড বিএনপি, লালবাগ থানা ২৪নং ওয়ার্ড আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, এমন অবস্থা ছিল ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত। সরকার ছিল কিনা তা মানুষ জানত না। মানুষ না খেয়ে মারা যেত। পুলিশ-সেনাবাহিনীর মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। আজকেও দেশের একই অবস্থা।

বিএনপির এই নেতা বলেন, ‘মধ্যবিত্তরা ৬ বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিত? ১৬ বছরে ১৬ বার বাড়ান হয়েছে। তারপরও সরকার ঠিকমত পানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারে না। একবার বিল কমাতে পারেনি। আমরা অন্যকিছু চাই না, একটি অবাধ নির্বাচন চাই। মানুষ ভোট দিতে পারে না। চলছে অটো পাশ। নির্বাচন না করেই রাষ্ট্র চালাচ্ছে অটো পাশ সরকার। তাই এদের কোনো জবাবদিহিতা নেই।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, সদস্য সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহবায়ক রুমা আক্তারসহ চকবাজার ও লালবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস